Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়, জয়পুরহাট

নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনায়নে মহিলা বিষয়ক অধিদপ্তর মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG)  এবং দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP) এর আলোকে নারী উন্নয়নে বিভিন্ন

 কার্যক্রম ও কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে প্রদেয় বিভিন্ন সেবা ও কর্মসূচি সমূহের বিবরণঃ

 

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তির স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদনের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার

(নাম, পদবী, ফোন নম্বর ও ই-মেইল)

 

 

১.

দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচি।

ভিজিডি কর্মসূচির আওতায় প্রতি ২ (দুই) বৎসর বা ২৪ মাস মেয়াদী ভিজিডি চক্রে জয়পুরহাট জেলার সকল উপজেলায় নির্বাচিত অতিদরিদ্র মহিলাদেরকে খাদ্য সহায়তার পাশাপাশি নির্বাচিত এনজিও’র মাধ্যমে জীবনদক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং টেকসই আয়বর্ধক কর্মকান্ডের প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়।

১। জাতীয় পরিচয় পত্র/জন্ম সনদের ফটোকপি।

২। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

৩। অফিস কর্তৃক সরবরাহকৃত ভিজিডি কার্ড।।

প্রাপ্তির স্থানঃ

জেলা মহিলা  বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং সকল ইউনিয়ন পরিষদ কার্যালয়।

বিনামূল্যে

 

২৪ মাস

মোঃ মাঈনুল হক

প্রোগ্রাম অফিসার

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় জয়পুরহাট। ফোন- ০৫৭১-৬৩৪৬৫

মোবাইলঃ ০১৭১১-৪৬৬০৯২

ই-মেইল- dwaojyopurhat@gmail.com

 

২.

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি।

জয়পুরহাট জেলার সকল উপজেলাধীন ৩২টি ইউনিয়ন পর্যায়ে চলমান।

নির্বাচিত ভাতাভোগীকে মাসিক জনপ্রতি ৫০০/- (পাঁচশত) টাকা হারে ভাতাভোগীদের নিজস্ব ব্যাংক হিসাবে ৬ মাস পর পর মোট ২৪ মাসের অর্থ প্রদান করা হয়। ভাতা প্রদানের পাশাপাশি চুক্তিবদ্ধ এনজিওদের সহায়তায় উপকারভোগীদের গর্ভকালীন, প্রসব পূর্ব ও পরবর্তী যত্ন, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি, মাতৃ দুগ্ধপান, জন্ম নিবন্ধন, স্বাস্থ কেন্দ্র পরিচিতি, টিকা ইত্যাদি সম্পর্কিত সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান।

১. অফিস কর্তৃক সরবরাহকৃত ফরমে আবেদন করতে হবে।

২. জাতীয় পরিচয় পত্রের/জন্ম সনদের ফটোকপি।

৩. গর্ভকালীন তথ্য সম্পর্কিত ডাক্তারী প্রত্যয়নপত্র।

৪. অফিস কর্তৃক সরবরাহকৃত ভাতাপরিশোধ কার্ড।

৫. ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।

আবেদন ফরম, নীতিমালা ও অন্যান্য তথ্যাবলী জয়পুরহাট জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, হতে পাওয়া যাবে।

ভাতাভোগীদের ডাটাবেইজ সংশ্লিষ্ট জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকবে।

যে কোন তফসিলি ব্যাংকে নির্বাচিত ভাতাভোগীদের নামে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কৃষকদের ন্যায় ১০/- টাকার একাউন্ট খোলার মাধ্যমে ভাতাভোগীর নিজস্ব একাউন্টে ভাতার অর্থ বিতরণ করা হয়।

২ বৎসর

 

মোঃ মাঈনুল হক

প্রোগ্রাম অফিসার

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় জয়পুরহাট। ফোন- ০৫৭১-৬৩৪৬৫

মোবাইলঃ ০১৭১১-৪৬৬০৯২

ই-মেইল- dwaojyopurhat@gmail.com

 

৩.

মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম।

জয়পুরহাট জেলা ও জেলার আওতাধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে নির্ধারিত ফরম পূরণ পূর্বক উপকারভোগী নির্বাচন করে জনপ্রতি ৫,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ১৫,০০০/- টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা হয়।

১। আবেদন ফরম ।

২। জন্ম সনদ।

৩। ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি।

৪। ওয়ার্ড কমিশনার কর্তৃক  স্থায়ী।

নাগরিকতার সার্টিফিকেট।

৫। নন জুডিশিয়াল স্ট্যাম্প।

প্রাপ্তির  স্থানঃ

জয়পুরহাট জেলা ও জেলাধীন সকল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

১। আবেদন ফরম বিনামূল্যে

বিতরণ করা হয়।

২। তিন কপি ছবি

৩। স্ট্যাম্প বাবদ ৩০০/- টাকা,

যা উপকারভোগী কর্তৃক পরিশোধিত।

আবেদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে ঋণ বিতরণ করা হয়।

(বন্যা, প্রাকৃতিক দূর্যোগের কারণে ঋণ বিতরণ বিলম্বিত হতে পারে)।

মোঃ মাঈনুল হক

প্রোগ্রাম অফিসার

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় জয়পুরহাট। ফোন- ০৫৭১-৬৩৪৬৫

মোবাইলঃ ০১৭১১-৪৬৬০৯২

ই-মেইল- dwaojyopurhat@gmail.com

 

৪.

জেলা পর্যায়ে মহিলা প্রশিক্ষণ কেন্দ্র সমূহের প্রশিক্ষণ কার্যক্রমঃ

দর্জিবিজ্ঞান, বিউটিফিকেশন,

 মোমবাতি তৈরী, মোবাইল

ফোন সার্ভিসিং ও কাগজের ঠোঙ্গা তৈরী প্রশিক্ষণ প্রদান ।

স্থানীয়ভাবে বিভিন্ন সরকারী দপ্তরের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি প্রকাশ। সম্পূর্ণ বিনা খরচে অনাবাসিক প্রশিক্ষণ। প্রতিটি প্রশিক্ষণ ৩ মাস মেয়াদী এবং প্রশিক্ষণার্থীর সংখ্যা প্রতি ট্রেডে ১০ জন করে মোট ৫০ জন। হাজিরা ভিত্তিতে দৈনিক ২০/- টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রদান ও প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়।

 

১। আবেদন ফরম ।

২। জাতীয় পরিচয় পত্র/জন্ম সনদের ফটোকপি।

৩। ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি।

৪। ওয়ার্ড কমিশনার কর্তৃক  নাগরিকতার সার্টিফিকেট।

প্রাপ্তির  স্থানঃ

আবেদনের জন্য নির্ধারিত ফরম জয়পুরহাট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে বিনামূল্যে সরবরাহ করা হয়।

বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হয়।

৩ মাস মেয়াদে

মোঃ মাঈনুল হক

প্রোগ্রাম অফিসার

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় জয়পুরহাট। ফোন- ০৫৭১-৬৩৪৬৫

মোবাইলঃ ০১৭১১-৪৬৬০৯২

ই-মেইল- dwaojyopurhat@gmail.com

 

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তির স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদনের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার

(নাম, পদবী, ফোন নম্বর ও ই-মেইল)

৫.

শহর অঞ্চলে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচি।

 

জয়পুরহাট জেলা সদরস্থ পৌরসভা এলাকায় পর্যায়ে চলমান।

 নির্বাচিত ভাতাভোগীকে মাসিক জনপ্রতি ৫০০/- (পাঁচশত) টাকা হারে ভাতাভোগীদের নিজস্ব ব্যাংক হিসাবে ৬ মাস পর পর মোট ২৪ মাসের অর্থ প্রদান করা হয়।

ভাতা প্রদানের পাশাপাশি চুক্তিবদ্ধ এনজিওদের সহায়তায় উপকারভোগীদের গর্ভকালীন, প্রসব পূর্ব ও পরবর্তী যত্ন, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি, মাতৃ দৃগ্ধপান, জন্ম নিবন্ধন, স্বাস্থ কেন্দ্র পরিচিতি, টিকা ইত্যাদি সম্পর্কিত সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান।

১। অফিস কর্তৃক সরবরাহকৃত ফরমে আবেদন করতে হবে।

২। জাতীয় পরিচয় পত্রের/জন্ম সনদের ফটোকপি

৩। ছবি ৩ কপি।

৪। গর্ভকালীন তথ্য সম্পর্কিত ডাক্তারী প্রত্যয়নপত্র।

৫। ওয়ার্ড কমিশনার কর্তৃক  নাগরিকত্ব সার্টিফিকেট।

 

প্রাপ্তির স্থানঃ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, জয়পুরহাট।

অগ্রণী ব্যাংক, জয়পুরহাট শাখায় নির্বাচিত ভাতাভোগীদের নামে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কৃষকদের ন্যায় ১০/- টাকার একাউন্ট খোলার মাধ্যমে ভাতাভোগীর নিজস্ব একাউন্টে ভাতার অর্থ বিতরণ করা হয়। 

 ২ বৎসর

সাবিনা সুলতানা

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জয়পুরহাট। ফোন- ০৫৭১-৬৩৪৬৫

ই-মেইল- dwaojoypurhat@gmail.com

৬.

মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধন প্রদান।

মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনদের নিবন্ধন প্রদান  করা হয়।

 

“ক” ফরমে আবেদন ও প্রয়োজনীয় কাগজ পত্রসহ  আবেদন দাখিলের ৩০ দিনের মধ্যে রেজিষ্ট্রেশন প্রদান করা হয়।

 

রেজিষ্ট্রেশনঃ

১. জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে বিনামূল্যে সরবরাহকৃত “ক” ফরমেনিম্নবর্ণিত তথ্যসহ জেলা/উপজেলা কর্মকর্তার মাধ্যমে আবেদন করতে হবে।

২। জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসারের সুপারিশ।

৩। ৩০০/- টাকার ষ্ট্যাম্পে বাড়ী ভাড়ার চুক্তিনামা।

৪। সংগঠনের নাম করণ, কার্যকরী কমিটি গঠণ ও গঠনতন্ত্রের অনুমোদন সংক্রান্ত সভার রেজুলেশনের ফটোকপি।

৫।সাধারণ সদস্যদের নামের তালিকা।

৬। কার্যকরী কমিটির নামের তালিকা।

৭। ৩ কপি গঠনতন্ত্র।

৮। সংগঠনের প্রয়োজনীয় রেজিষ্টার সমূহঃ

ক) সদস্য ভর্তি রেজিষ্টার, খ) রেজুলেশন রেজিষ্টার,

গ) চাঁদা আদায় রেজিষ্টার, ঘ) সঞ্চয় আদায় রেজিষ্টার,

ঙ) পরিদর্শন রেজিষ্টার  ও চ) নিবন্ধন ফি জমাদানের চালানের কপি।

নিবন্ধন ফি-২০০০/- টাকা নবায়ন ফি-৫০০/- টাকা ট্রেজারী চালানের মাধ্যমে সরকারী কোষাগারে কোড নং ১-৩০২১-০০০০-২৬৮১ তে জমা দিতে হবে।

রেজিষ্ট্রেশনঃ

পূর্ণাঙ্গ ও সঠিক আবেদনের কাগজ পত্র জমাদান স্বাপেক্ষে ।

সাবিনা সুলতানা

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জয়পুরহাট। ফোন- ০৫৭১-৬৩৪৬৫

ই-মেইল- dwaojoypurhat@gmail.com

মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনকে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের অনুদান বিতরণ (বামকপ)।

সেপ্টেম্বর মাসে জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে বিনামূল্যে আবেদন ফরম সংগ্রহ করে পুরণ পূর্বক আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। উক্ত আবেদন পত্র  জেলা/উপজেলা কমিটি কর্তৃক যাচাই বাছাই অন্তে সদর কার্যালয়ে প্রেরণ করা হয়। বরাদ্দ সাপেক্ষে অনুদান বিতরণ করা হয়।

সেপ্টেম্বর মাসে জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে  নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে পুরণ পূর্বক  ও আবেদনপত্রে চাহিত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

বিনামূল্যে

প্রতি বছর সেপ্টেম্বর মাসে আবেদন করতে হবে।

সাবিনা সুলতানা

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জয়পুরহাট। ফোন- ০৫৭১-৬৩৪৬৫

ই-মেইল- dwaojoypurhat@gmail.com

বিক্রয় ও প্রর্দশনী কেন্দ্র মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের উৎপাদিত মালামাল বিক্রয় ও প্রর্দশনী কেন্দ্র।

 

 

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষণ সেন্টারের উৎপাদিত দ্রব্যাদি ও স্বেচ্ছাসেবীসংগঠনসমূহেরনিকটহতেপ্রাপ্তদ্রব্যাদি যেমন হস্তশিল্পজাতদ্রব্যাদি, সালোয়ারকামিজ, শাড়ী, চাদর, কুশনকভার, মোমবাতিওমোমেরসোপিস, , মোবাইলসার্ভিসিং, কাগজেরঠোঙ্গা, বিউটিফিকেশনবিক্রয় ও প্রদর্শন করা হয়।

প্রাপ্তির স্থানঃ

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, জয়পুরহাট।

প্রদর্শনঃবিনামূল্যে

বিক্রয়ঃ  দ্রব্যাদি নির্ধারিত মূল্যে বিক্রয় করা হয়ে থাকে।

কর্মদিবসে সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত।

মোঃ ওয়াছেক বিল্লাহ

প্রশিক্ষক

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় জয়পুরহাট। ফোন- ০৫৭১-৬৩৪৬৫

মোবাইলঃ ০১৫৫৭-৮৭৯৮৫৮

ই-মেইল- dwaojyopurhat@gmail.com

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি ও আইনী সহায়তা  প্রদান।

অভিযোগ দায়েরের প্রেক্ষিতে আইনী সহায়তা প্রদান।

অভিযোগের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র

প্রাপ্তির স্থানঃ জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

অভিযোগ দায়ের প্রেক্ষিতে বিনা মূল্যে।

আবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়।

সাবিনা সুলতানা

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জয়পুরহাট। ফোন- ০৫৭১-৬৩৪৬৫

ই-মেইল- dwaojoypurhat@gmail.com

১০

জয়িতা  অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যাক্রম।

প্রতি বছর পৌরসভা ও ইউনিয়ন হতে নিম্ন লিখিত ৫টি ক্যাটাগরীতে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে জয়িতা নির্বাচন করা হয়। জেলা/উপজেলা ও বিভাগীয় পর্যায়ে  নির্বাচিত জয়িতাগণকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

৫টি ক্যাটাগরী জয়িতাঃ

১। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ।

২। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ।

৩। সফল জননী নারী ।

৪। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করেছেন যে নারী।

৫। সমাজ উন্নয়নে অসামান্য অবদান  রেখেছেন যে নারী।

 

১। নির্ধারিত আবেদন ফরম।

২। ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।

৩। সংশ্লিষ্ট ক্যাটাগরীতে সাফল্যে অর্জনের স্বপক্ষে জীবন বৃত্তান্ত।

প্রাপ্তির স্থানঃ

জেলা/উপজেলা ও ইউনিয়ন পরিষদ কার্যালয় হতে।

বিনামূল্যে জেলা/উপজেলা ও বিভাগীয় পর্যায়ে  নির্বাচিত জয়িতাগণকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রতি বছরের অক্টোবর মাস হতে নভেম্বর মাসের মধ্যে নির্বাচন করা হয়।

সাবিনা সুলতানা

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জয়পুরহাট। ফোন- ০৫৭১-৬৩৪৬৫

ই-মেইল- dwaojoypurhat@gmail.com