Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

                                                                                 সেবার তালিকা

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদনের সর্বচ্চ সময়



১.

দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচি।

২৪ মাস


২.

মা ও শিশু সহায়তা তহবিল  কর্মসূচি।

৩ বৎসর



৩.

মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম।

আবেদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে ঋণ বিতরণ করা হয়।

(বন্যা, প্রাকৃতিক দূর্যোগের কারণে ঋণ বিতরণ বিলম্বিত হতে পারে)।


৪.

জেলা পর্যায়ে মহিলা প্রশিক্ষণ কেন্দ্র সমূহের প্রশিক্ষণ কার্যক্রমঃ

দর্জি বিজ্ঞান, বিউটিফিকেশন,

 মোমবাতি তৈরী, মোবাইল

ফোন সার্ভিসিং ও কাগজের ঠোঙ্গা তৈরী প্রশিক্ষণ প্রদান ।

৩ মাস মেয়াদে


মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধন প্রদান।

রেজিষ্ট্রেশনঃ

পূর্ণাঙ্গ ও সঠিক আবেদনের কাগজ পত্র জমাদান স্বাপেক্ষে ।


মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনকে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের অনুদান বিতরণ (বামকপ)।

প্রতি বছর সেপ্টেম্বর মাসে আবেদন করতে হবে।


নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি ও আইনী সহায়তা  প্রদান।

আবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়।


জয়িতা  অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যাক্রম।

প্রতি বছরের অক্টোবর মাস হতে নভেম্বর মাসের মধ্যে নির্বাচন করা হয়।